উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৬ জুন, ২০২১

৮০ বছর বয়সেও ভাতা পান না বিধবা চারু বালা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় আশি বছর বয়সী বিধবা চারু বালা সরকারি কোনো ভাতা পায় না। সরকারি ভাতা পেলে খুশি হবেন এমনটাই জানিয়েছে।

উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেলাই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চারু বালার বয়স (এন আইডি কার্ডের জম্ম তারিখ (০৩.০২.১৯৪১) এখন আশি বছর চলছে। তার স্বামী লক্ষণ মুরারী (মুন্ডারী) বছর দশেক আগে মারা গেছে বলে জানানো হয়। বিধবা চারু বালার সঙ্গে সন্তানদের মধ্যে একমাত্র মেয়ে প্রায় ৫০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কুমারী খুকী রানী থাকে। গবিব বিধবা চারু বালা সরকারি বয়স্ক কিংবা বিধবা ভাতা পেতে এলাকার জনপ্রতিনিধিদের কাছে বহুবার জানালেও তাদের কাছ থেকে শুধুই আশ্বাস মিলেছে।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোত্তালিব হোসেন বলেন, সংশ্লিষ্ট উধুনিয়া ইউনিয়ন পরিষদের কিংবা অন্য কোন মাধ্যমে চারু বালার ভাতা পেতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেউ কোন দিন আসেনি। তিনি অতি তাড়াতাড়ি চারু বালা যেন ভাতা পান এর প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থা নেবেন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,ক্ষুদ্র নৃগোষ্ঠী,বিধবা,চারুবালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close