টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৪ জুন, ২০২১

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান।

সোমবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১১টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার সময় বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বেজে ওঠে বিউগল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র সুরা ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় এসএস মেইনটেনেন্স এয়ার ভাইস মার্শাল সাদ উদ্দিন আহম্মেদ, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম, অধিনায়ক (প্রশাসনিক শাখা) গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহাফুজ উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টুঙ্গিপাড়া,শ্রদ্ধা নিবেদন,বিমান বাহিনী প্রধান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close