সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১২ জুন, ২০২১

ত্রাণসামগ্রী পচে যাওয়ায় ইউএনওকে শোকজ

মানিকগঞ্জের সিংগাইরে ৩৩৩ নম্বরের জরুরি ত্রাণ সামগ্রী পচে যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে শোকজ করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মোবাইল ফোনে জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, মহামারি করোনাকালীন সময়ে দুস্থদের জন্য ৩ মে ফোনে খাদ্য সহায়তা দেয়ার জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ আসে। সেই ১ লক্ষ টাকা দিয়ে পণ্যসামগ্রী ক্রয় করে ১০০ প্যাকেট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরই মধ্যে দুস্থরা ৩৩৩ এ ফোন দিয়ে খাদ্য সহায়তা চাইলে মাত্র ১০ প্যাকেট ত্রাণসামগ্রী দেয়ার পর বাকি ৯০ প্যাকেট তার গাড়ির গ্যারেজের পাশে রুমে রেখে দেন। এসময় ত্রাণসামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ফোন দিয়ে সহায়তা পাননি অনেকেই অভিযোগ করেন। এদিকে ইউএনওর হেফাজতে রাখা ত্রাণসামগ্রীর প্যাকেট থেকে দুর্গন্ধ বের হলে প্যাকেট খুলে দেখা যায় আলু, পেয়াজ পঁচে গেছে। বাকি পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করলে জেলা প্রশাসকের নজরে আসে। সেই সাথে ইউএনওসহ সংশ্লিষ্টদের শোকজ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন-এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। এবং রোববারের মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউএনওকে শোকজ,ত্রাণসামগ্রী,৩৩৩
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close