ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

  ১০ জুন, ২০২১

ক্ষেতলালে চুরি হওয়া ভেকু মেশিন উদ্ধার, গ্রেপ্তার ২

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে ৬০ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া স্কেভেটর (ভেকু মেশিন) সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

ক্ষেতলাল থানা সুত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বাধ সংস্কার কাজে ব্যবহৃত স্কেভেটর (ভেকু মেশিন) গত ৫ জুন শনিবার মধ্য রাতে চুরি হয়। এ ঘটনায় পর দিন ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেন ভেকু চালক জাহাঙ্গীর আলম। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কর্জনা গ্রামের বাসিন্দা।

অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে উক্ত স্কেভেটর (ভেকু মেশিন) টি রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে ক্ষেতলাল থানা এস আই মুনিরুজ্জামান মনির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পত্রপুর গ্রাম থেকে স্কেভেটর (ভেকু মেশিন)টি উদ্ধার করে।

আটকৃতরা হলেন, পাবনা জেলার বিরাহীলপুর গ্রামের আবু সাইদ মোল্ল্যা ছেলে লিটন মোল্লা (৩৬) ও একই জেলার আতাইকুলা উপজেলার জাহাঙ্গীর শেখের ছেলে জিহাদ শেখ (১৮) কে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ।

এ বিষয়ে ক্ষেতলাল থানা ওসি নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্ষেতলাল,ভেকু মেশিন,উদ্ধার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close