সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ জুন, ২০২১

সীতাকুণ্ডে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে মোহাম্মদ এসকান্দর হোসেন প্রকাশ আইয়ুব খান (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বদরুল হাসান (২০) নামের একজন স্কুল ছাত্র।

রবিবার বিকাল ৪ টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের সমুদ্র উপকূল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসকান্দর একই এলাকার মৃত হাবিবুল্লাহ'র ছেলে। আহত হাসান গোপ্তখালী গ্রামের আবু বক্করের ছেলে।

জানা যায়, বৃষ্টির সময় এসকান্দর ও হাসান বেড়িবাঁধ এলাকায় গরু চড়ানোর সময় বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। সেসময় বজ্রপাতের আঘাতে এসকান্দর ঘটনাস্থলে নিহত হন এবং হাসান আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকান্দরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, দুইজনই গরু নিয়ে বেড়িবাঁধে যায়। বিকালে বজ্রপাত শুরু হলে একজন ঘটনাস্থলে মারা যায়। আর একজন আহত হয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সীতাকুণ্ড,বজ্রপাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close