reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২১

ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ ঘটিকায় ৪নং ওর্য়াড পশ্চিম একলাশপুর নপ্তি বাড়ি মসজিদ সংলগ্ন মীর বাড়ি দিঘিতে অনুষ্ঠিত হয় এই খেলা।

খেলায়য় বিজয়ী ৩ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আলোকিত সদস্য খোন্দকার তারেক জানান, হাঁস খেলায় এত দর্শকের উপস্থিতি আমাদেরকে ভবিষ্যতে এরকম ঐতিহ্যবাহী খেলা আয়োজনে উৎসাহ প্রদান করেছে।

এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল গাজী জানান, আলোকিত ১১ নং ইউনিয়ন অনেক ভালো ভালো কাজ করে আসছে গত দু বছর ধরে। আজ হাঁস খেলা প্রতিযোগিতা যেন আমাদের সোনালী অতীতকে মনে করিয়ে দিল।

এলাকার রাসেল মেম্বার জানান, এই সংগঠন আমাদের এলাকায় তরুণদের মাদক ও জুয়া থেকে রক্ষার জন্য পাঠাগার সহ নানারকম উদ্যেগ গ্রহণ করে আসছে।

৩ নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন ও মামুন হোসেন জানান, আলোকিত গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ কমিটি হারিয়ে যাওয়া খেলাগুলো সংরক্ষণে কাজ করছে যার অংশ আজকের এই আয়োজন।

১ নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস হোসেন জানান, অনেক দূর থেকে আসলেও খেলা দেখে আমরা অনেক আনন্দিত।

আলোকিত ১১ নং ইউনিয়ন গত দুবছর যাবত ফরিদগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নে শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে। দরিদ্র রোগীদের চিকিৎসা, পাঠাগারের মাধ্যমে যুব সমাজকে আলোকিত করা, রাস্তা ঘাট সংস্কার, অসহায় কে ঘর, রিকশা, দোকান করে দেয়া সহ বিভিন্ন দিবসে র‍্যালির মাধ্যমে জনসচেতনতায় কাজ করে আসছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাস খেলা অনুষ্ঠিত,ঐতিহ্যবাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close