শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ০৭ মে, ২০২১

চলাচল ঠেকাতে স্পিডবোটের পাখা খুলে নিলো প্রশাসন

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে স্পিডবোট চলাচল ঠেকাতে এবার স্পিডবোটের পাখা খুলে দিয়েছে শিবচর উপজেলা প্রশাসন।

অবৈধভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঈদ মৌসুমে যাতে স্পিডবোট ও ট্রলার যাত্রীবহন না করতে পারে সে জন্যই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গেছে।

শুক্রবার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্ব শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় নোঙর করা প্রায় ৩৯ টি বোটের পাখা খুলে নেয় তারা।

সংস্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অবৈধভাবে পারাপার ঠেকাতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

অন্যদিকে গত সোমবার কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে ২৬ যাত্রী নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন। তারই অংশ হিসেবে দুপুরে ঘাটে নোঙ্গর করা স্পীডবোটগুলোর পাখা খুলে নেয় প্রশাসন। এতে করে ঘাটে স্পীডবোট চলাচলের আর সুযোগ থাকছে না।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে বাংলাবাজার ঘাট থেকে কোন লঞ্চ, স্পিডবোট, ট্রলার ছাড়তে পারবে না। ইতোমধ্যেই স্পিডবোট ও ট্রলারের পাখা খুলে নেয়া হয়েছে। প্রতিটি স্পিডবোটে নির্ধারিত আসন তৈরি করে যাত্রী পারাপার করতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চালকদের তিন মাস অন্তর অন্তর ডোপটেস্ট করা হবে। মাদকাসক্ত এবং ১৮ বছরের কাউকে কোন অবস্থাতেই চালক হিসেবে রাখা যাবে না।'

এসময় তার সঙ্গে ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ও বাংলাবাজার স্পিডবোট ঘাটের মালিক সমিতির সভাপতি ও শিবচরের পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার।

প্রসঙ্গত, গত ৩ মে সোমবার মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চলাচল,স্পিডবোট,প্রশাসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close