reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০২১

পৃথক সড়ক দুর্ঘটনা

নোয়াখালীতে সড়কে গেল ৩ প্রাণ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে এ সকল দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারে ভ্যানে করে বালু উত্তোলনের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপভ্যানকে চাপা দেয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে একজনকে সদর হাসপাতালে এবং অন্যজনকে ঢাকা নেয়ার পথে দুজনই মারা যান। 

নিহতরা হলেন—আবদুল আল মামুন ও নূর নবী। আহত অন্য দুজন স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

এদিকে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ভুঞাদীঘির পাড়ে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ও সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,নোয়াখালী,সংঘর্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close