ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২১

২টি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

এলাকাবাসীর মিষ্টি বিতরণ

ঢাকার ধামরাইয়ে সরকার ঘোষিত লকডাউন ভঙ্গ করে একটি মাটি লুট সিন্ডিকেট ভিপি (ভেস্টেজ প্রোপার্টি) জমির মাটি লুট অব্যাহত রেখেছে। উপজেলা ভ্রাম্যমাণ আদালত ৭২ লাখ টাকা মূল্যের দুটি ভেকুতে অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার উপজেলার সানোড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ ঘটনায় এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর বাধা উপেক্ষা করে স্থানীয় প্রশাসন ও ক্ষমতাশীন দলের কতিপয় অসাধু কর্মকর্তা এবং ব্যক্তিবর্গকে ম্যানেজ করে মাটি লুটেরা সিন্ডিকেট ভেকু মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে ভিপি জমিসহ তিন ফসলি জমির মাটি লুট করে আসছিল। এলাকাবাসী বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদারকে অবহিত করলে বৃহস্পতিবার দুপুরে তিনি এ অভিযান চালান।

দুটি ভেকু মেশিনে আগুন ধরিয়ে পুড়ানোর কথা স্বীকার করে অন্তরা হালদার বলেন, যেরকম অপরাধ করবে তাকে সেরকমই শাস্তি পেতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,অগ্নিসংযোগ,ভেকু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close