reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২১

গাজীপুরের চান্দনায় ৩ বাসে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় তিনটি বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, চান্দনা চৌরাস্তা এলাকার পেট্রোল পাম্পে তিনটি বাস পার্কিংয়ে রাখা ছিল। রাতে হঠাৎ করে ওই বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কীভাবে আগুন লাগলো এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাসে আগুন,গাজীপুরের চান্দনা,আগুন,ফায়ার সার্ভিস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close