টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৮ মার্চ, ২০২১

প্রতিবন্ধী ছাত্রীকে স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ভর্তি নেয়ার পর রহস্যজনক কারণে স্কুল থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ফারহানা আফরিন এ ঘটনায় চরম দুশ্চিন্তায় ভুগছে।

ভুক্তভোগীর বড় ভাই সোহেল আরমান জানান, তার ছোট বোন ফারহানা আফরিন। সে শারিরিক প্রতিবন্ধী। ফারহানা প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কাদেরিয়া স্কুলে পড়াশোনা করে। সরকার ঘোষিত জেএসসি পরীক্ষায় সে অটোপাশ করে ওই স্কুলেই যথাযথ নিয়মে গত ২২ ফেব্রুয়ারি মাসে নবম শ্রেণিতে ভর্তি (রশিদ নং-১০৪০৮)করা হয়। এরপর থেকে স্কুলের প্রধান শিক্ষক জিয়ারুল হক রহস্যজনক কারণে তার ভর্তিকৃত টাকা ফেরত দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার পায়তারা শুরু করে এবং অভিভাবককে খবর দেয়া হয়।

যোগাযোগ করা হলে কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক বলেন, ছাত্রীকে স্কুল থেকে বের করার বিষয়টি সত্য নয়। লেনদেন সংক্রান্ত একটু সমস্যা হয়েছিল।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবন্ধী ছাত্রী,প্রধান শিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close