প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ মার্চ, ২০২১

মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ৭ মার্চের ভাষণ

সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এর মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য নিয়ে আলোচনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়েছে। আয়োজিত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক এ ভাষণকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

মেহেরপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, আওয়ামী লীগ জেলা কমিটি, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন নাসির উদ্দীন প্রমুখ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুক্তিযোদ্ধা আবদুল হালিম প্রমুখ।

বগুড়া : জেলা প্রশাসক মো. জিয়াউল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনসহ প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা আ.লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বক্তব্য দেন। সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল মোত্তালিব মানিক, আবদুস সালাম বাবু, এস এম কাওছার, আমজাদ হোসেন মিন্টু, সমুদ্র হক, জে এম রউফ, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব প্রমুখ।

পাবনা : জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা একে শহীদুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান প্রমুখ। এর আগে প্রশাসনের পক্ষ থেকে পাবনা জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মানিকগঞ্জ : জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা আইনজীবী ভবনের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান, পৌর মেয়র মো. রমজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ।

মুন্সীগঞ্জ : জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মো. আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ্জ্বামান আনিছ, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

পঞ্চগড় : সার্কিট হাউসের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পটুয়াখালী : বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সকাল ৯টায় ডিসি স্কয়ার মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ শেষে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নড়াইল : হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসন ও নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে বাংলাদেশের মানচিত্রের চিত্র সাজানো হয়, উড়ানো হয় ৬০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে। এর আগে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।

শেরপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগ, শেরপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

টাঙ্গাইল : জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। আলোচক ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, মো. ফজলুল হক (বীর প্রতীক), খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ।

জামালপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন।

হবিগঞ্জ : জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে জাতির মুক্তির সবকিছুই আছে। এই ভাষণের মাধ্যমেই নিরস্ত্র বাঙালি স্বশস্ত্র হয়েছিল। সবকিছুই হয়েছিল ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণা থেকে। এই ভাষণ ছিল সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সরকারি বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাসুদুল হাসান, অধ্যাপক জামাল উদ্দিন, সিলিভ সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

জয়পুরহাট : কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর থানার আয়োজনে থানা চত্বরে ওসি আবদুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুস ছালাম। বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, আক্কেলপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম প্রমুখ।

খাগড়াছড়ি : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তরণের মধ্য দিয়ে শুরু হয় ৭ মার্চ উদ্যাপনের আনুষ্ঠানিকতা। পরে পৌর টাউনহলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার চেতনামঞ্চে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। এ সময় পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম : স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পরে শেখ রাসেল মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও মো. ইয়াছিন কবীর সভাপতিত্ব করেন। বিচারক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সেন্টাল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শিশির কুমার শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) হাসিনা মমতাজ, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন কানন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু প্রমুখ।

দিনাজপুর : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে সদর সার্কেলের পুলিশ পরিদর্শক মো. আলিম হোসেন শিকদার (পিপিএম)। উপস্থিত ছিলেন রেলস্টেশন সুপারিটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ নিরাপত্তা বাহিনী (আরএনবি) দিনাজপুরের এসআই সরোয়ার, মো. মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আলোচনা সভায় ইউএনও তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা নাসরিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, পৌর মেয়র আনিসুর রহমান প্রমুখ।

ধামরাই (ঢাকা) : পৌরসভার মুন্নু সন্স অ্যান্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০-এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ইউএনও মো. সামিউল হক প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : যোগ্য নেতৃত্বের কাছে দেশ আছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। তিনি কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশসহ অনেকেই।

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউএনও মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভ‚ঁইয়া। বক্তব্য দেন পৌর মেয়র এমরান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভ‚মি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

পীরগাছা (রংপুর) : ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জান্নাত আরা ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, ওসি আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, জেলা পরিষদ সদস্য হারন অর রশিদ খান, পৌর যুবলীগ সভাপতি মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা মাহামুদ হাসান রুবেল, রিয়াজ সিকদার প্রমুখ। অপরদিকে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেতালেব হাওলাদ, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

চৌগাছা (যশোর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভাস্কর্য দুর্জয় দুর্গে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, ইউএনও মো. এনামুল হক, ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিস মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধুনট (বগুড়া) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র এ জি এম বাদশাহ, ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম ও আজহার আলী ভ‚ঁইয়া প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জাম শাহীন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সহসভাপতি আওলাদ হোসেন, খায়রুল আলম খোকন বেপারী প্রমুখ।

হিলি (দিনাজপুর) : ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ইউএনও ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনুর মিনি, ওসি মো. আবদুল ওয়াহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ওসি আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস ছালাম, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও সাজেদুর রহমান দুদু প্রমুখ।

বাগমারা (রাজশাহী) : উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাগমারা থানাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ইউএনও শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ওসি মোস্তাক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

কালিহাতী (টাঙ্গাইল) : ইউএনও রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, মোজহারুল ইসলাম তালুকদার, এম এ মালেক ভূঁইয়া, ওসি সওগাতুল আলম, আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌরসভার নবনির্বাচিত মেয়র নুরুন্নবী সরকার প্রমুখ।

আমতলী (বরগুনা) : উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ইউএনও মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ওসি মো. শাহআলম হাওলাদার প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : ইউএনও মুহা. আবু তাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছমিউদ্দীন তরফদার সেলিম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম খান, ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দীন প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : কর্মসূচিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, ওসি নাজমুল হক, অধ্যাপক ইউনুস আলী প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এ সময় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ প্রমুখ বক্তব্য দেন।

রামগঞ্জ (লক্ষীপুর) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে রামগঞ্জ উপজেলা প্রশাসন। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও পিআইও দিলিপ দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সাবেক মেয়র বেলাল আহমেদ প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা। বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) শাহরিয়ার নজির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, কৃষি অফিসার মাসুদ হোসেন, ওসি দিলীপ কুমার দাস, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। ইউএনও তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, কৃষিবিদ মো. আরাফাত হোসেন, ওসি মো. মহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আ. আজিজ মল্লিক প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : ইউএনও নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মনজুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বীরবল, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ওসি রওশন কবীর প্রমুখ।

বরুড়া (কুমিল্লা) : বরুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বক্তার হোসেন (বখতিয়ার) নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মো. জালাল উদ্দিন ও বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পলাশ (নরসিংদী) : উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ইউএনও রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সারা দেশে,ঐতিহাসিক ৭ মার্চ,পালিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close