ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২১

শপথ নিলেন ত্রিশালের নতুন মেয়র ও কাউন্সিলররা

শপথ নিলেন ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

রোববার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামান আনিসকে শপথ পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানো হয়। গত ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ হয়।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলররা হলেন—সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি, ২ নম্বর ওয়ার্ডে রাশিদুল হাসান বিপ্লব, ৩ নম্বর ওয়ার্ডে শাহীন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মেহেদি হাসান নাসিম, ৬ নম্বর ওয়ার্ডে আলমগীর কবীর, ৭ নম্বর ওয়ার্ডে মানিক সাইফুল, ৮ নম্বর ওয়ার্ডে খালেদ মাহমুদ এবং ৯ নম্বর ওয়ার্ডে আনিছুজ্জামান। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের শাহানাজ পারভীন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিউটি আক্তার রানু।

মেয়র আনিস মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ত্রিশালে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, তাই মেয়র হতে পেরেছি। ধন্যবাদ জানাই ত্রিশালবাসী ও ভোটারসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শপথ,ত্রিশাল,আনিছুজ্জামান আনিস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close