সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২১

সিংগাইর অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোবিন্ধল ভোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল ভোর বাজার মৃত. সুবেদার রজ্জব আলীর ছেলে আব্দুল মানিক(৩৬)।

ক্ষতিগ্রস্থ আব্দুল মানিক জানান, আমার চৌঁচালা টিনের ঘরে ২টি রুম। ১টি রুমে আমরা স্বামী,স্ত্রী ও বাচ্ছদের নিয়ে ঘুমে ছিলাম। পূর্ব পাশে রুম থেকে হঠাৎ রাত সাড়ে ৩টার দিকে আগুন জ্বলে ওঠে। আমরা টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আশে-পাশের লোকজন ডাকাডাকি করি। আমাদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টাকালে ঘরে থাকা মালামাল সম্পূর্ন পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রন আনে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংগাইর,অগ্নিকাণ্ড,বসতবাড়ি,পুড়ে ছাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close