বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২১

বাবুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারথান অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ঢাকা- ২০২১অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শেখ হাসিনা সেনা নিবাসের তত্বাবধানে সহাস্রাধীক অসামরিক ব্যক্তির অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। ৫ কিঃমি ম্যারথন দৌড় রহমতপুর ব্রিজ থেকে শুরু হয়ে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শেষ হয়।

ম্যারাথন শেষে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ক্যাপটেন আরাফাত, শেখ হাসিনা সেনা নিবাস ৬২ ইবি রেজিমেন্ট, বরিশাল, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমা, জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহম্মেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, জাতীয় পার্টির আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, অধ্যক্ষ আ.ক.ম. মিজানুর রহমান, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মুক্তিযোদ্ধা দেলোয়ার রাঢ়ী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবুগঞ্জ,বঙ্গবন্ধু শেখ মুজিব,ডিজিটাল ম্যারাথন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close