reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২১

মাহফিলে ওয়াজ শুনতে যাওয়া মাদ্রাসাছাত্রকে বলাৎকার

মাহফিলে ওয়াজ শুনতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ১০ বছরের এক মাদ্রাসাছাত্র। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ থেকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার আরেক ছাত্রকে (১৫) আটক করেছে পুলিশ।

রোববার উপজেলার কালীকচ্ছ চাঁনপুরের একটি মাদ্রাসা থেকে অভিযুক্ত ছাত্রকে পুলিশ আটক করে। আটক ছাত্রের বাড়ি নাসিরনগর উপজেলায়। সে সিরাজবাগ নূরানী ও হাফেজীয়া মাদরাসার আমপারা শ্রেণির ছাত্র।

জানা যায়, রোববার সন্ধ্যার দিকে সিরাজবাগ নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্ররা পার্শ্ববর্তী এলাকায় কালীকচ্ছ বর্ডার-বাজার বায়তুল জামে মসজিদের মাহফিলে ওয়াজ শুনতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত মাদ্রাসার ছাত্র ১০ বছরের ওই ছাত্রকে মসজিদের ছাদে নিয়ে গিয়ে বলাৎকার করে। রাতেই ওই ছাত্র মাদ্রাসার শিক্ষক ও তার নানাকে ঘটনাটি জানালে পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্তকে আটক করে।


আরও পড়ুন : এরদোগান ফোনে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন


এ বিষয়ে সরাইল থানার এসআই আবু ইউসুফ জানান, বায়তুন নুর জামে মসজিদের ওয়াজ মাহফিলে কালীকচ্ছ সিরাজবাগ নন্দিপাড়া রহিমুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আরেক ছাত্রকে আটক করে সরাইল থানার পুলিশের কাছে সোপর্দ করেছে মুসল্লিরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,বলাৎকার,মাহফিল,ওয়াজ,মাদ্রাসাছাত্র,বলাৎকারের শিকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close