নরসিংদী প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২১

আড়িয়াল খাঁ নদে বাঁশের সাঁকো, দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদে সেতু না থাকায় দুই উপজেলার লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করায় প্রয়াত আলহাজ্ব ইসমাইল হোসেন চেয়ারম্যান ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মাত্র একটি সেতুর অভাবে বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার মানুষ পারাপার হচ্ছেন। মানববন্ধনে বক্তরা বলেন, নদের পূর্ব প্রান্তে রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের আদিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজার সংযোগ ও পশ্চিম প্রান্তে একই ইউনিয়নের সিরাজনগর উম্মুল কুরা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ও সিরাজ নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়সহ শিবপুর উপজেলা।

প্রতিদিন রায়পুরা উপজেলা ও শিবপুর উপজেলার প্রায় ২০ টি গ্রামের মানুষের চলাচল এ বাঁশের সাঁকোতে। শত বছরের স্বপ্ন এই সেতু দিয়ে রাধাগঞ্জ বাজারসহ দুই পাড়ের মানুষের সংযোগ সেতুটি মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করেছে। সেতুটি না থাকায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নদ পারাপারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আড়িয়াল খাঁ নদ,বাঁশের সাঁকো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close