তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২১

তাড়াশে সরিষাখেতে লেটুরা পোকার আক্রমণ

সিরাজগঞ্জের তাড়াশে সরিষার জমিতে ব্যাপকভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। লেটুরা পোকার আক্রমণে শতশত বিঘা সরিষার খেত নষ্ট হয়ে যাচ্ছে। একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও ফল পাওয়া যাচ্ছে না। কৃষকদের অভিযোগ স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না তারা।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় চলতি বছর ৪ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। ইতোমধ্যে স্বল্প পরিসরে পাকা সরিষা তোলা শুরু করেছেন কৃষক। আর বিপত্তি বেধেছে নাবী জাতের সরিষার জমিতে পোকার আক্রমণে।

উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া, কামাড়শন, মাকোড়শন, কুন্দইল, দিঘী-সগুনাসহ ওই এলাকায় ফসলী মাঠ ঘুরে দেখা গেছে ব্যাপকভাবে সরিষার জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। মূলতঃ এক জাতীয় পোকা সরিষার জমিতে ছড়িয়ে পড়ছে। সে পোকা সরিষার দানা খেয়ে ফেলছে ও ডগা কেটে দিচ্ছে। বিশেষ করে যে জমিতে পোকার আক্রমণ দেখা যাচ্ছে সে সকল জমির কাঁচা সরিষা ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা এ পোকাকে লেটুরা পোকা বলে জানিয়েছেন ।

কামাড়শোন গ্রামের কৃষক রহমত অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দেখা পাচ্ছেন না। তাই তাদের পরামর্শ দেয়ার জন্যও কেউ নেই।

লালুয়ামাঝিড়া গ্রামের কৃষক সোহানুর রহমান মনা জানান, যে জমির সরিষার ফল কাঁচা সেই সরিষার জমিতে পোকার আক্রমণও বেশি। আর পাকা সরিষাতে পোকার আক্রমণ কম।

মাকড়শোন গ্রামের ইয়াছিন আলী, ইউনুছ আলী, শরীফ সহ একাধিক কৃষক জানান, অনেকেই পোকার আক্রমণে জমিতে বাজার থেকে কেনা কীটনাশক দিলেও তাতে কোন ফল পাচ্ছেন না। এতে করে অনেক কৃষক আধা পাকা সরিষা জমি থেকে তুলতে বাধ্য হচ্ছেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, তিনি গত সপ্তাহে ওই এলাকার ফসলী মাঠ পরিদর্শন করেছেন। তবে তখন জমিতে লেটুরা পোকার পরিমান কম ছিল। এখন ও কোন কৃষক তাকে জমিতে পোকার আক্রান্তের কথা জানাননি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাড়াশ,সরিষাখেত,পোকার আক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close