রাঙামাটি প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২১

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

দীর্ঘ ১৩ দিন যান চলাচল বন্ধ থাকার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সোমবার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ২০ ইসিবি এবং রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তর(সওজ) যৌথভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বিকল্প সেতুর কাজ সম্পন্ন করেন।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন জানান, বিকল্প এই সেতুতে পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল করা যাবে না। একই সাথে মুল সেতুর কাজও চলছে।

গত ১২ জানুয়ারি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে চালকসহ তিনজন মারা যায়। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

দীর্ঘ ১৩ দিন যানবাহন চলাচল বন্ধ থাকার পর বিকল্প বেইলি সেতুর কাজ সম্পন্ন হওয়ায় সোমবার থেকে যানবাহন চলাচল শুরু হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাঙামাটি,খাগড়াছড়ি,যান চলাচল শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close