টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২১

টঙ্গীতে আ’লীগ নেতার গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীতে আ'লীগের নেতাকর্মীদের উপর হামলা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধা ৭টায় এরশাদ নগর বড় বাজার এলাকার মজিদা স্কুল মাঠে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক পিঠা উৎসব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধায় পিঠা উৎসব শেষে নেতাকর্মীরা গাড়ি নিয়ে বের হলে একদল সন্ত্রাসী বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ নেতাদের গাড়ি গতিরোধ করে। এক পর্যায়ে হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি গাড়িতে ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কোন আহতের সংবাদ পাওয়া যায় নি।

আওয়ামী লীগ নেতা কাজী কামরুল বলেন, পিঠা উৎসব শেষে আমাদের উপর হামলা চালানো হয়। আমার গাড়িতে ভাঙচুর করে।

যোগাযোগ করা হলে মহিলা আ'লীগ নেত্রী লাকি প্রিয়তীর (মুঠোফোনে) জানান, অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার হাতে আঘাত পেয়েছি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, অনুষ্ঠানের বিষয়ে আমাদের অবগত করা হয় নি।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাড়ি ভাঙচুর,ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close