প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২১

সারা দেশে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকাঘর হস্তান্তর

মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে এ কর্যক্রম উদ্বোধন করেন। এরপর জেলা ও উপজেলায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীনের মাঝে জমির দলিল, নামজারি ও ঘরের চারি হস্তান্তর করা হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ১৮ ভূমিহীনের মাঝে গৃহ হস্তান্তর করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, মাহফুজা খানম লিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ উপস্থিত ছিলেন। সারিয়াকান্দিতে জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার, উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মমতাজুর রহমান উপস্থিত ছিলেন।

ঝালকাঠি : ২৩০টি পরিবারকে জমি, ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার এবং সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট : ১৬০ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।

মুন্সীগঞ্জ : ৫০৮ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার বাড়ি। গতকাল বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামান আনিছ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক এস এম শফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবায়েত হায়াত শিপলু, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সদর উপজেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল কবীর মাস্টার, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান জীবন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর প্রমুখ।

নওগাঁ : সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে গৃহহীনদের মাঝে ঘর প্রদান করা হয়। নওগাঁয় ১ হাজার ৫৬ পরিবারের মাঝে ঘরের কাগজপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও জেলা প্রশাসক হারুন অর রশীদ।

নরসিংদী : মনোহরদীর গৃহহীন পরিবারের মধ্যে শিল্পমন্ত্রী ঘরের চাবি হস্তান্তর করেন। ২২১ ভূমি-গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদানের সনদপত্র, কবুলিয়ত এবং নামজারি খতিয়ান ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ আবু মো. জাকির সেকান্দার, উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভুঁইয়া রিটন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শারমীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না প্রমুখ।

নোয়াখালী : ১৫০ পরিবারকে ঘর হস্তান্তর করা হচ্ছে। জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা এ সময় উপস্থিত ছিলেন।

পঞ্চগড় : ১ হাজার ৬৮ গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট সরকার মোহাম্মদ রায়হান জমির দলিল, গৃহের চাবি তুলে দেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, নবনির্বাচিত পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী : গৃহহীন ৫০ পরিবারকে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতীর সভাপতিত্বে ক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সচিব শাহ মো. রফিকুল ইসলাম, জেলা অঅওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মদ প্রমুখ।

রাঙ্গামাটি : জেলায় ২৬৮ গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার রাঙ্গামাটি কুমার সমিত রায় মিলনায়তনে সদর উপজেলার ৬০ পরিবারের হাতে চাবি তুলে দেন। জেলা প্রশাসক এ কে এম মামুনুরর রশিদের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোদদ্াছছের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : ১২ উপজেলার ৬১৩ ভূমি ও গৃহহীনের মাঝে কবুলিয়ত দলিলসহ নবনির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়েছে। জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে বাসগৃহের কবুলিয়াত দলিল তুলে দেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমুখ।

সিরাজগঞ্জ : ৯ উপজেলায় নতুন পাকা বাড়ি পেল ৭৯৬ ভূমি ও গৃহহীন পরিবার। জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম রাব্বী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুস সামাদ তালুকদার, ড. জান্নাত আরা হেনরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ।

লক্ষ্মীপুর : জমিসহ ঘর পেলেন ২০০ পরিবার। সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

মাগুরা : ১১৫ ঘর পেয়েছেন ভূমি ও গৃহহীন পরিবার। গতকাল উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সদর উপজেলার উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকাইনা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : ১ হাজার ৯১ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আখাউড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

চুয়াডাঙ্গা : ১৩৪ ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ভূমি ও গৃহহীন মানুষের মাঝে ঘরের চাবি, কাবিলিয়ত দলিল এবং সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : মাথা গোঁজার ঠাঁই পেল চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ৩১৯ অসহায় ভূমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার পেয়ে দারুণ খুশি পরিবারগুলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন খন্দকার, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সামিউল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মইনুদ্দিন মন্ডল, সদর আসনের সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সুরুজ মিয়া, জেলা যুব লীগের সভাপতি সামিউল হক লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান প্রমুখ।

ফরিদপুর : ৪৮০ গৃহ ও ভূমিহীনের মাঝে ঘর ও জমি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক অতুল সরকার ঘরের চাবি ও জমির কাগজপত্র প্রদান করেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক, উপজেলা ইঞ্জিনিয়ার মো. আজাহারুল ইসলাম অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ‘স্বপ্নের ঠিকানা’ পেয়েছে ভূমি ও গৃহহীন ২৬৮ পরিবার। শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা হলরুমে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইদ মোমেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মেয়র মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন।

গাইবান্ধা : সুবিধাভোগী ৭৫ পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া। সদর উপজেলা চত্বরে ১০৫ গৃহহীন ও ভূমিহীনকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রাফিউল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।

পাবনা : পাবনায় ১০৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। পাবনা সদর উপজেলা পরিষদ আব্দুর রব বগা মিয়া মিলনায়নে সদর উপজেলার গৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিউর রহমান, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রীর উপহার,জমিসহ পাকাঘর,হস্তান্তর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close