ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২১

আধিপত্য বিস্তার : উপজেলা চেয়ারম্যানের ভাই টেটা বিদ্ধ হয়ে খুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংঘর্ষে প্রতিপক্ষের টেটা বিদ্ধ হয়ে খুন হয়েছেন উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই জামাল মুন্সি(৪৫)।

শনিবার ভোর ৪টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির আরেক ছোট ভাই মোমিন মুন্সির সঙ্গে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লতিবাড়ির সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে লতিবাড়ি ও মুন্সিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে ভোর ৪টার দিকে জামাল মুন্সিকে টেটা দিয়ে বুকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার লঞ্চঘাটে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধের সূচনা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, কি বিষয় নিয়ে এই বিরোধ হয়েছে তা আমরা জানতে পারিনি। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুপিয়ে হত্যা,উপজেলা চেয়ারম্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close