ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র প্রার্থীর সমর্থকে জমিরানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ জরিামান করা হয়।

জানা গেছে, পৌর এলাকার জয় বাংলা মোড় ও সেতু এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা কার্যক্রম করছিল আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. হাবিবুর রহমান ও বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তারের সমর্থকরা।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন মঙ্গলবার রাত ১০ টার দিকে অভিযান শুরু করেন।

এসময় জয়বাংলা মোড় এলাকা থেকে বিদ্রোহী প্রার্থীর সমর্থক রকিবুল হক ও সেতু এলাকা থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থক মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে নির্বচানী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, নির্বচানী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যহত থাকবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,আচরণবিধি লঙ্ঘন,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close