সুমন কর্মকার, ফকিরহাট (বাগেরহাট)

  ১৯ জানুয়ারি, ২০২১

মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ফকিরহাটের ৩০ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে ৩০টি অসহায় ও দরিদ্র ভুমিহীন পরিবারের আশ্রয় হিসেবে ঠাঁই পেতে যাচ্ছেন পাকাঘরে। র্দীঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘরবাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করে আসছিল।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ভুমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলার ২টি ইউনিয়নে ৩০টি পাকাঘর নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। এর মধ্যে পিলজংগ ইউনিয়নের রোনখোলায় ২২টি ও লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে ৮টি মোট ৩০টি পাকাঘর নির্মাণ করা হয়েছে।

ঘরহীন শাহিদা বেগম, আব্দুল হক, মিজানুর রহমান, হুমাইয়ুন শেখ, মোশারেফ হোসেন ও সলাহ উদ্দিন শেখ এ প্রতিবেদককে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে নিজ গৃহে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টি ঝড়ে আমাদের আর অন্যের বাড়িতে আশ্রয়ের জন্য যেতে হবে না। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন দীর্ঘায়ু করেন।’

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে মুজিববর্ষ ৩০টি পরিবার নতুন পাকাঘর পাচ্ছেন। পরিবার প্রতি পাকাঘর বাবদ ব্যায় ধরা হয়েছে, প্রায় ১লক্ষ ৭১হাজার টাকা। এসব বাড়ির নির্মাণ কাজ এখন প্রায় শেষের পথে। নির্মাণ কাজ শেষ হলে অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘরের শুভ উদ্ভোধন করবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় ভূমিহীন ৩০ পরিবারকে এই পাকা ঘর আশ্রয় স্থান হিসেবে প্রদান করা হচ্ছে। ইতেমধ্যে ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অচিরেই ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে এই ঘরগুলো উদ্বোধন করবেন। আমরা ইতোমধ্যে ঘরের মালিকদের দলিলও ঠিক করেছি। এই পল্লীর নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু পল্লী-১ যেটি পিলজংগে এবং বঙ্গবন্ধু পল্লী-২ যেটি ভবনা গ্রামে অবস্থিত।’

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাঁই পাচ্ছে,ফকিরহাট,পরিবার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close