reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২১

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির বাংলবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো।

দুর্ঘটনা এড়াতে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।

এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তবে সকাল ১০টা থেকে পুনরায় চালু হয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা ছিল। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেরি চলাচল শুরু,বাংলাবাজার,শিমুলিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close