নরসিংদী প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২১

নরসিংদীতে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রোববার পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে নরসিংদী জেলার দুই উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নরসিংদী জেলর রায়পুরা উপজেলার মাঝেরচরে অবস্থিত মেসার্স মা মনি ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি পানি দিয়ে ধ্বংস করা হয় এবং বেলাব উপজেলার ইব্রাহিমপুরে মেসার্স পায়েল এন্ড শান্ত ব্রিকস ফিল্ড (বর্তমান নাম-মেসার্স নাহিদ ব্রিকস ফিল্ড) কে ৩ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে ভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,ইটভাটা,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close