সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২১

সুন্দরগঞ্জে মেয়র হলেন জাপার ডাবলু

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে মেয়র পদে জাতীয় পার্টির আবদুর রশিদ সরকার ডাবলু লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭শ ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫শ ৫৮ ভোট। খয়বর হোসেন সরকার মওলা নারিকেল গাছ ২৫৪০ ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ পেয়েছেন ২৫৩০ ভোট।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে রুবিয়া বেগম (সংরক্ষিত১), রত্না রানী (সংরক্ষিত-২) ও মনোয়ারা বেগম (সংরক্ষিত-৩) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সাধারণ কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে সামিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামাণিক রুনু, ৩ নম্বর ওয়ার্ডে জামিউল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে লাবলু মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে শাহিন মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে দিপক কুমার সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ এ ফলাফল ঘোষনা করেন।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ জন। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৫০৮।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,পৌরসভা নির্বাচন,আবদুর রশিদ সরকার ডাবলু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close