reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২১

লঞ্চঘাটে এসে পা হারালেন নারী

ভোলায় বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন‌্য লঞ্চঘাটে এসে ফারহান-৫ লঞ্চের চাপায় কোহিনুর বেগম (৩৮) নামের এক নারীর বাম পা দ্বিখণ্ডিত হয়েছে। আহত ওই নারী ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির সালাউদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন‌্য ভোলা সদর হাসপাতালে পাঠান। শনিবার রাত পৌনে ৯টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় আবু তা‌হের জানান, ওই নারী তার বা‌ড়ি থে‌কে ঢাকায় যাওয়ার জন‌্য দৌলতখান লঞ্চঘা‌টে আ‌সেন। প‌রে চরফ‌্যাশ‌নের বেতুয়া ঘাট‌ থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী ফারহান-৫ লঞ্চ‌টি দৌলতখান ঘা‌টে আ‌সে। ওই সময় কো‌হিনুর বেগম ল‌ঞ্চে ওঠার সময় তার পা ল‌ঞ্চে চাপা প‌রে দুই খণ্ড হ‌য়ে যায়। লঞ্চ‌টি দ্রুত চ‌লে যায়। প‌রে স্থানীয় লোকজন ও পু‌লিশ সদস‌্যরা তা‌কে উদ্ধার ক‌রে দৌলতখান উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। সেখা‌নে প্রাথমিক চি‌কিৎসা দি‌য়ে চি‌কিৎসকরা তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ভোলা সদর হাসপাতা‌লে পাঠান। প‌রে আত্মীয়-স্বজনরা তা‌কে ব‌রিশাল হাসপাতা‌লে নি‌য়ে যায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পু‌লি‌শ ও স্থানীয়‌দের সহ‌যোগিতায় আহত কো‌হিনুরম‌কে দৌলতখান উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। তার প‌রিবা‌রের সদস‌্যরা অ‌ভি‌যোগ কর‌লে আইনি ব‌্যবস্থা নেয়া হ‌বে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পা বিচ্ছিন্ন,ভোলা,দৌলতখান লঞ্চঘাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close