কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২১

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মান্নান মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, প্রবাসী ফারুক হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ক্রমান্বয়ে আ. মান্নান ও ডা. আবু বক্করের ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীগণ পৌঁছার পূর্বেই আ. মান্নানের ৩টি ঘর, প্রবাসী ফারুক হোসেনের ৩টি ঘর ও ডা. আবু বক্করের ২টি ঘর পুড়ে যায়।

এসময় তাদের পুড়ে যাওয়া ঘরে থাকা ২টি মটর সাইকেল, ২টি বাইসাইকেল, ৩ টি ফ্রিজ, ৩ টি টিভি, ২টি সেলাই মেশিন, ষ্টিলের আলমিরা, নগদ ৫ লক্ষ টাকা, স্বর্নালঙ্কার ও প্রবাসীর বিসা-পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। অগিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

এসময় আগুন নেভাতে এসে হাসান ও মহসিন নামে দুজনসহ ৫জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। আহতরা সকলে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ইউপি সদস্য হালিম মেম্বার, ছাত্রলীগ নেতা সমাজকর্মী ডা.আবুল ইউসুফ মজুমদারসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা কচুয়া পল্লী বিদ্যুত অফিসে ফোনে অবগত করলে তারা বিদ্যুত সরবরাহ বন্ধ করতে অস্বিকার করে, স্থানীয়রা উদ্বার করতে এগিয়ে আসলে বৈদ্যুতিক সর্টের কারণে ভয়ে উদ্বার করতে কেউ এগিয়ে আসেননি।

একই সময়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীগণকে তাৎক্ষনিক সংবাদ দেওয়া হলে তারা ঘটনাস্থলে ২ ঘন্টা বিলম্বে পৌঁছার কারণে সব পুড়ে ছাই হয়ে যায়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কচুয়া,অগ্নিকাণ্ড,পুড়ে ছাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close