পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২১

পুকুর থেকে পিতলের ঘটি উদ্ধারে তোলপাড়

নেত্রকোনার পূর্বধলায় ৭২৫ গ্রাম ওজনের একটি পিতলের ঘটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ধোবা হোগলা গ্রামের মৃত আ. লতিফের ছেলে আ. সালামের পুকুরে বেকু দিয়ে মাটি কাটার সময় এ ঘটির সন্ধান মেলে।

সূত্রে জানা যায়, বেকু দিয়ে মাটি কাটার সময় ১টি গটির সন্ধান মিললে ঘণ্টাখানেক পর পুকুর মালিক আ. সালামের স্ত্রী তা (ঘটি) নিজ হেফাজতে নিয়ে যান। বিষয়টি স্বর্ণ মনে করে মোশারফ ক্ষোভে ৯৯৯ এ কল করে জানিয়েছেন, ধোবা হোগলা মাটির নিচ থেকে গুপ্তধনের সন্ধান মিলেছে। তারপর পূর্বধলা থানা পুলিশ উক্ত ঘটি উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার পূর্বধলা বাজারে ঝন্টু বণিকের স্বর্ণের দোকানে পরিক্ষা করে দেখা যায় আলোচিত, সমালোচিত ঘটিটি পিতলের।

আরও পড়ুন : সঙ্গীর জন্য কাঁদছে চিড়িয়াখানার কাঞ্চি

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে থানার এসআই আ. কাদের, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয় এবং ঘটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা পরীক্ষা করে দেখা গেছে এটি একটি পিতলের ঘটি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উদ্ধার,তোলপাড়,ঘটি,নেত্রকোনা,পিতলের ঘটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close