চট্টগ্রাম ব্যুরো

  ১৫ জানুয়ারি, ২০২১

নির্বাচনী সহিংসতায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর রহমান রোহিত (২০) নামের এক ছাত্রলীগের কর্মী মারা গেছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশিকুর রহমান রোহিত (২০) ওমরগনি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। চসিক নির্বাচনের প্রচারণা শুরুর দিন ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন রোহিত।

এ ঘটনায় ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, বাকলিয়ায় চান মিয়া মুন্সী লেইনের মা মনি ক্লাবের কার্যক্রম নিয়ে দু'টি পক্ষের সৃষ্টি হয়। ক্লাবের পক্ষ থেকে রোহিত ও তার বন্ধুদের লাগানো পোস্টার অন্যরা ছিঁড়ে ফেলে। এটা নিয়ে উভয়পক্ষে ঝগড়া হয়।

ঘটনার দিন রোহিতকে পেয়ে কয়েকজন দুর্বৃত্ত ধাওয়া করে ছুরিকাঘাত করে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচনী সহিংসতা,আহত,ছাত্রলীগ কর্মীর মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close