ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় পাঠক মেলার আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পাঠক মেলার ৩য় বর্ষপূর্তিতে আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী মিশন স্কুলের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, চিনাইর বঙ্গবন্ধু কলেজের প্রফেসর মহিবুর রহিম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান,প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাৎ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠক মেলা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ের শিক্ষার্থীরা বেশির ভাগই ভার্চুয়াল জগতে ব্যস্ত থাকে। এতে তাদের লেখা পড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। ফলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যভ্যাস বৃদ্ধিতে পাঠক মেলার উদ্যোগ আলোর দিশারি হয়ে থাকবে। পরে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি পালন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পাঠক মেলার সদস্যবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,পাঠক মেলা,আলোচনা সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close