মেহেরপুর প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২১

স্বাধীনতা সড়ক পরিদর্শন করলেন স্থানীয় সরকারমন্ত্রী

ভারত থেকে যে পথ দিয়ে জাতীয় চার নেতা ঐতিহাসিক মুজিবনগরে এসে শপথ নিয়েছিলেন, সেটি স্বাধীনতা সড়কে রূপান্তরিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

বৃহস্পতিবার মেহেরপুরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বাধীনতা সড়ক বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ হবে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে সড়কটি আবারও মানুষের পদচারণায় মুখরিত হবে।

এর আগে মো. তাজুল ইসলাম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হেলিকপ্টারযোগে মুজিবনগরে পৌঁছান। এরপর পর্যটন মোটেলে গার্ড অব অনার শেষে মন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান। শেষে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেহেরপুর,মো. তাজুল ইসলাম,স্বাধীনতা সড়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close