reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২১

নেত্রকোণায় লরিচাপায় ২ মৃত্যু

নেত্রকোণায় বালুবোঝাই লরির (ট্রাক্টরচালিত ট্রাক) চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা সদরের মৌজেবালি এলাকার ওই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—শিবপ্রসাদপুরের সেলিম মিয়া (২৮) ও মৌজেবালির কৃষক এমদাদুল হক (৩০)।

নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বালুবোঝাই একটি লরি নেত্রকোণা শহর থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সামনে থেকে চাপা দেয়।

ভ্যানটি মুরগি নিয়ে লক্ষ্মীগঞ্জ থেকে নেত্রকোণা শহরে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, ভ্যান চাপা দেওয়ার পর লরিটি রাস্তার পাশের চায়ের দোকানে কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক সেলিম মিয়া এবং চায়ের দোকানে কৃষক এমদাদুল মারা যান।

আহতদের মধ্যে একজনকে নেত্রকোণা সদর হাসপাতালে এবং দুজনকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোণা,লরিচাপায় মৃত্যু,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close