মঠবাড়িয়া প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২১

মঠবাড়িয়ায় ৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন

মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা নতুন স্কুল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটি।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ইফতি কনস্ট্রাকশন ২০১৯ সালের মে মাসে এ নতুন ভবনের কাজ শুরু করে। সম্প্রতি ৪ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভবনটিতে রয়েছে ১২ টি কক্ষ, সুবিধা সম্পন্ন দু পাশে রয়েছে ওয়াশরুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, আধুনিক দৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকটের সমাধান হলো। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে ক্লাশের কার্যক্রম চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।

ম্যানেজি কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজির প্রচেষ্টায় শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় আমরা গর্বিত।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যালয়ের,নতুন ভবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close