বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২১

বোচাগঞ্জে মাছের সাথে শত্রুতা!

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লক্ষনিয়া শিবদিঘী পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বোচাগঞ্জ উপজেলা মৎস্য অফিস পানি পরীক্ষার পর নিশ্চিত হয়েছেন যে, পুকুরে ক্ষতিকর পদার্থ বা বিষ প্রয়োগ করা হয়েছিল।

জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার রতনদা গ্রামের মো. জহরুল হকের চাষাবাদকৃত পুকুর একই উপজেলার লক্ষনিয়া গ্রামের শিবদিগী পকুরে গত ৩০ ডিসেম্বর ২০২০তারিখ সন্ধ্যায় পুকুরের সকল মাছ ভেসে উঠে। তাৎক্ষনিকভাবে মৎস্য চাষী জহরুল হক দুটি সেচ পাম্প দিয়ে পানি পরিবর্তন করলেও পুকুরের সকল মাছ মারা যায়।

উক্ত পুকুরে বিভিন্ন জাতের আনুমাকিন ২৪০০ কেজি চারা মাছ মজুদ ছিল যার আনুমনিক মূল্য প্রায় ৪ লাখ টাকার মত। এই ঘটনায় পরদিনই উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে পুকুরের পানি পরীক্ষার জন্য পাঠানো হলে পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায় যে, ঐ পুকুরে কোন ক্ষতিকর পদার্থ বা বিষ প্রয়োগ করা হয়েছিল।

মৎস্য চাষি জহরুল হক জানান, শত্রুতা মূলকভাবে কেউ এই কাজটি করতে পারে। এব্যাপারে তিনি থানায় একটি সাধারন ডায়েরি করবেন বলে জানান।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাছের,সাথে শত্রুতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close