‌কেন্দুয়া (নেত্রকোনা ) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২০

নেত্রকোনায় অসুস্থ বাউল শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

নেত্রকোনায় কেন্দুয়ায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকা এবং বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত হতদরিদ্র বাউল ইসলাম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান শনিবার দুপুরে অসুস্থ বাউল সাধককে কেন্দুয়া উপজেলার খিদিরপুর গ্রাম থেকে সরকারি এ্যাম্বুল্যান্স এ করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করান।

পরে জেলা প্রশাসক হাসপাতালেই বাউলের পরিবারের জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দায়িত্ব নেন।

সেইসাথে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত একটি বাড়ি উপহার দেয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, হাসপাতাল সুপার ডাক্তার এএসএম মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একরামুল হাসান হাসপাতালে উপস্থিত ছিলেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,অসুস্থ,বাউল শিল্পী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close