মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২০

ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জনকে কারাদণ্ড ও ১০জনকে অর্থদণ্ড করা হয়েছ। এছাড়া ৬০ হাজার মিটার কারেন্ট জালও পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার সকালে মানিকগঞ্জের দৌলতুপর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই কারাদণ্ড ও জরিমানা করেন।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মাহমুদ জানান, শুক্রবার রাতে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে ১৮ হাজার জরিমানা করা হয় এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অপরদিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন জানান, অভিযান পরিচালনা করে ৭জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,ইলিশ শিকার,জেলের দণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close