আল-আমিন মিয়া, পলাশ (নরসিংদী)

  ০১ অক্টোবর, ২০২০

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর পলাশে সড়ক মেরামত

অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটি পূর্ণ মেরামতের কাজ শুরু করেছে। ছবি : প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সানেরবাড়ি স্কুল থেকে শরিফ খান মাজার রোড পর্যন্ত ধসে পড়া দুই কিলোমিটার সড়কটি অবশেষে মেরামত শুরু হয়েছে।

গত ছয় মাস আগে এলজিইডি গ্রামীণ উন্নয়নের জিডিবি চার প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ কাজ করে কামাল ব্রাদার্স নামে স্থানীয় এক ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু সড়কটি নির্মাণের ১০ দিনের মাথায় এর অধিকাংশ স্থান ধসে যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সড়কটির এই দুরাবস্থার সৃষ্টি হয়।

এদিকে, এ নিয়ে গত ২৪ আগস্ট প্রতিদিনের সংবাদে ‘পলাশে চলছে নিম্নমানের সড়ক নির্মাণ’ শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে নরসিংদী এলজিইডি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরপর অবশেষে বৃহস্পতিবার সড়কটি পূর্ণ মেরামতের কাজ শুরু করে অভিযুক্ত ওই ঠিকাদার প্রতিষ্ঠান।

সড়কটি পূর্ণ মেরামত শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সানেরবাড়ি গ্রামের জনসাধারণের মাঝে। তারা জানান, সানেরবাড়ি স্কুল থেকে মাজার রোড পর্যন্ত রাস্তাটি পাকাকরণে দীর্ঘদিনের দাবি ছিল। সরকার সেই দাবি পূরণ করলেও নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের অনেক অংশ ধসে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছিল। তবে ধসে যাওয়া স্থানগুলো পূর্ণ মেরামত হওয়ায় এখন অনেকটা স্বস্তিতে রয়েছে তারা।

পলাশ উপজেলা সহকারী প্রকৌশলী তহুরুল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে সড়কটি নির্মাণের কিছুদিনের মধ্যে ধসে যাওয়ায় চলাচলে অনেকটা অনুপযোগী হয়ে পড়েছিল। নির্মাণের পর কাজের কোনো ত্রুটি থাকলে তা পুনরায় ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেওয়া হয়। এ ব্যাপারে ঠিকাদারের পক্ষ থেকে জামানতও জমা রাখা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক মেরামত,পলাশ,ঠিকাদার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close