কক্সবাজার প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

‘কক্সবাজারে মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি করা হবে’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, কক্সবাজারের মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি করা হবে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শন, নবাগত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশে নতুন পদায়ন হওয়া পুলিশ সদস্যদেরকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করেন।

কক্সবাজার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে ও সদর মডেল থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নতুন পদায়ন হওয়া পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ব্যক্তির পরিবর্তন নয়, মানুষের সেবা করাই হবে এ পরিবর্তনের লক্ষ্য। কক্সবাজারকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করবে জেলা পুলিশ। ইয়াবা, চোরাচালান প্রতিরোধে পুলিশ জিরোটলারেন্স নীতি অবলম্বন করে কাজ করবে।

এছাড়া কক্সবাজারের মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি। এসময় ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,মাদক কারবারি,তালিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close