উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

উল্লাপাড়ায় সড়কের বেহাল দশায় দুর্ভোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সড়কে বেশ জনদুর্ভােগ সৃষ্টি হয়েছে। প্রায় এক'শ ফুট সড়কপথের বেহাল দশায় কষ্ট করেই পায়ে হেটে চলাচল করতে হয়। কোনো বাহন নিয়ে চলাচল করা যায় না। প্রায় দেড়শো পরিবারের লোকজনের কাছে সড়কপথটি দুর্ভোগ আর ভোগান্তির সড়ক বলে পরিচিতি পেয়েছে।

সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের দক্ষিণপাড়া ও শৈলাগাড়ীতে প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে। গ্রামটির মধ্যপাড়া হয়ে একটি সড়ক পথেই এরা বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন। এটিই এলাকার লোকজনের চলাচলের একমাত্র সড়কপথ। মধ্যপাড়া অবধি সড়কটি পাকা করণ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাগরৌহা মধ্যপাড়া সমিতির পুকুর চালা এলাকায় প্রায় দেড়শো ফুট অংশ বেশ বেহাল দশায়। সড়কের এ অংশের মাটি ধসে গেছে। জমে আছে কাদা পানি। সেখানে গাছের গুড়ি ফেলা আছে। এছাড়া সড়কের দক্ষিণপাড়ায় প্রায় আধা কিলোমিটার পথ ক্ষতিতে চলাচলে বেশ দুর্ভােগ পোহাতে হয়।

স্থানীয় বেশ ক'জন জানান, সড়কের এমন দশায় তারা মোটরসাইকেল গ্রামের অন্যদের বাড়িতে রাখেন।

উপজেলা প্রকৌশলী নাঈম উদ্দীন বলেন, সড়কটির মধ্যপাড়া অবধি পাকাকরণের কাজ চলছে। সমিতির পুকুর চালা থেকে বাকী পুরো সড়ক এলজিইডি থেকে পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উল্লাপাড়া,সড়ক,দুর্ভোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close