reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২০

ডুবন্ত লঞ্চের দেড়শ যাত্রী উদ্ধার

শিমুলিয়া থেকে কাঁঠালবাড়িগামী অর্ধেক ডুবে যাওয়া একটি লঞ্চ থেকে দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। রোববার রাত সোয়া ৮টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের পদ্মাসেতুর চ্যানেল মুখে এ ঘটনা ঘটে।

মাদারীপুর কাঁঠালবড়ি ঘাটের লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, রোববার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ‘এমভি শ্রেষ্ঠ-২’ লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে পদ্মাসেতুর চ্যানেল মুখে প্রবেশের সময় নৌপথ খননকাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চটির তলা ফেটে যায়।

এ সময় লঞ্চের তলা দিয়ে পানি ঢুকে লঞ্চটি প্রায় অর্ধেক ডুবে যায়। পরে কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি খালি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাঁঠালবাড়ি ঘাটে নিয়ে যায়। পরে লঞ্চটিও উদ্ধার করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাত্রী উদ্ধার,লঞ্চ,নৌ দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close