ফরিদপুর প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২০

বজ্রপাতে প্রাণহানিরোধ

আলফাডাঙ্গায় এক হাজার তালের চারা রোপণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতে মানুষের মৃত্যুরোধে তাল গাছের এক হাজার চারা রোপণ করা হয়েছে। রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে রোববার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গার বানা ইউনিয়নের শিয়ালদী হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।

এ সময় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের প্রেসিডেন্ট হাজি মিজান আল হেলাল, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শহীদ, প্রেসিডেন্ট ইলেক্ট শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিয়ালদী হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ আনিসুর রহমান, বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজান আল হেলাল বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলার পাশাপাশি প্রতিবছর বজ্রপাতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিরোধে আলফাডাঙ্গা উপজেলায় এক হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে ঢাকা টাইমস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাত,আলফাডাঙ্গা,চারা রোপণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close