উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

বন্যায় ক্ষতির মুখে রোপা আমন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশ্বিনের বন্যার পানি ফের আবাদী মাঠগুলোয় ঢুকছে। বিভিন্ন এলাকায় আবাদী জমি তলিয়ে যাচ্ছে। নতুন করে আমন ধান ফসলকে ক্ষতির মুখে ফেলছে। গত দিন সাতেক হলো কম বেশি মাত্রায় বন্যার পানি বাড়ছে। অনেক নীচু মাঠে লাগানো রোপা আমন ধান জমিতে বন্যার পানি উঠছে। বন্যার পানি উঠছে এমন জমির পরিমাণ দিন যেতেই বাড়ছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় এরই মধ্যে বিভিন্ন এলাকার নীচু মাঠে প্রায় ১শ হেক্টর পরিমান রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে।

এবারে বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন মাঠের জমি যে কোন ফসলের আবাদে বীজ বোনা কিংবা চারা লাগানোর উপযোগী হয়েছিল। সবজী ফসলের আবাদে কৃষকেরা বীজতলা তৈরী এবং জমি তৈরি শুরু করেছিলেন। বন্যার পানি বাড়তে থাকায় কৃষকেরা বীজ বোনা কিংবা চারা লাগানো বন্ধ রাখছেন বলে জানা যায়। ডাউল ফসল মাসকলাই বীজ ছিটানো রাখছেন বন্ধ।

উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক বলেন, আশ্বিনের বন্যার পানি নীচু এলাকার মাঠগুলোয় রোপা আমন ধানের ক্ষতি এবং গত দু’দিনের ভারী বৃষ্টিপাতে বিভিন্ন সবজি ফসলের বীজতলা নষ্ট হওয়ার আংশকা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যায়,রোপা আমন,ক্ষতির মুখে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close