reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২০

কাজিপুরে ১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ৩ গ্রাম

সিরাজগঞ্জ জেলার কাজিপুরে ১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ৩ গ্রামের ৫০ বসতঘর। মঙ্গলবার বেলা সোয়া তিনটায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি, হাটশিরা ও লক্ষীপুর।

খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম শাহা আলম মোল্লা ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রেজাউল করিম বলেন, 'প্রায় দেড়ঘণ্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পশ্চিম দিক থেকে ঝটকা বাতাস এলো। কিছু বুঝে ওঠার আগেই আমার মাথার উপর থেকে ঘরের চালা উড়ে গেছে'।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সরেজমিন ক্ষয়-ক্ষতির পরিমাণ দেখে এসেছি। তালিকা করে পরে তাদের সহায়তা প্রদান করা হবে। আপাতত ক্ষগ্রিস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাজিপুর,ঝড়,লণ্ডভণ্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close