চট্টগ্রম ব্যুরো

  ২২ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীর বন্দর এলাকায় চট্টগ্রাম বন্দরের উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ'র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উচ্ছেদ হওয়া এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ'ও জানান, বন্দর চ্যানেল জাহাজ চলাচলে নৌযান কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ, কেপিআই এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। উত্তর আবাসিক এলাকার ৩ একর জায়গা উদ্ধার এবং তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,অবৈধ স্থাপনা,উচ্ছেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close