হিলি প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২০

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম

গত দুই দিন থেকে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, নতুন করে আসেনি পেঁয়াজের চালান। আর এতে করে হিলির পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ মজুদ করে বাড়িয়েছে দাম, বলছেন পাইকাররা।

হিলি স্থলবন্দরের খুচরা বাজারে আবারও বেড়েছে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৫ টাকা। সোমবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, মঙ্গলবার ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানিকারকদের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না, এমনকি বেশি দাম নিচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

তারা আরও জানান, যদি সাংবাদিকের ক্যামেরার সামনে বক্তব্য দেয় তবে আমদানিকারকরা পেঁয়াজ দেবে না তাদের।

এদিকে কথা হয় কয়েকজন পাইকারদের সাথে। তারা অভিযোগ করে জানান, আড়তে প্রচুর পেঁয়াজ রয়েছে, দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোনো রশিদ দিচ্ছে না। তারা পেঁয়াজগুলো কিনে আতংকের মধ্যে রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থলবন্দর,পেঁয়াজ আমদানি,খুচরা ব্যবসায়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close