reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২০

বঙ্গবন্ধুকে জানার এবং চর্চার প্রাসঙ্গিকতা চিরকালীন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, মুজিবচর্চার প্রাসঙ্গিকতা শুধু তার জন্মশতবার্ষিকী কেন্দ্রিক নয় বরং এর প্রাসঙ্গিকতা চিরকালীন।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘জন্মশতবার্ষিকীতে মুজিবচর্চা’ বিষয়ক অনলাইন আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি শনিবার এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচি অনুযায়ী অনলাইনে এ সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. মনসুর আলম খান।

কামাল আবদুল নাসের চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে যদি আমরা অবহিত না হই তবে বাংলাদেশকে জানতে পারব না। তাই বাংলাদেশকে জানতে বা বুঝতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। কারণ আগামীতে বাংলাদেশকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব তাদেরই।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কামাল আবদুল নাসের চৌধুরী,মুজিববর্ষ,অনলাইন আলোচনা সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close