লালমনিরহাট প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২০

৬ মাস পর লালমনিরহাটে ট্রেন চলাচল শুরু

করোনাভাইরাস সংক্রমনের কারণে দীর্ঘ ছয়মাস বন্ধ থাকার পর লালমনিরহাটে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার সকালে বুড়িমারী স্টেশন থেকে সান্তাহার, বিরল-দিনাজপুর রুটে ও দুপুরে সান্তাহার-লালমনিরহাট-বুড়িমারী ট্রেন গুলো ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম।

দীর্ঘদিন পর লালমনিরহাট রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সুযোগ পেয়ে যাত্রীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। করোনার শুরু থেকে বুড়িমারী-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ট্রেন চালক মানিক মিয়া বলেন, দীঘ ৬ মাস পর কর্মব্যস্ত জীবনে ফিরতে পেরেছি। ট্রেন না চালাতে পেরে বড্ড খারাপ লাগছিল।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাপস কুমার দাস বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে লালমনিরহাট স্টেশন থেকে সকল রুটে যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাসের কথা বিবেচনা করে এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,ট্রেন চলাচল,শুরু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close