মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০২০

মঠবাড়িয়ায় গোয়ালঘর থেকে বাবাকে উদ্ধার করল পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোয়ালঘরে রেখে আসা বৃদ্ধ বাবাকে উদ্ধার করে বসতঘরে থাকার জায়গা করে দিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে।

এর আগে বৃদ্ধ দীনেশ বালার (৭০) দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) তাদের বাবাকে বসতঘরে না রেখে গোয়ালঘরে রাখে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বিষয়টি জানতে পারে। পরে এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠায়। এসআই শাহানাজ ঘটনা স্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায় ।

পরে বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে মুচলেখা নেয়। পরে গোয়ালঘর থেকে ওই বৃদ্ধা দীনেশ বালাকে উদ্ধার করে বসতঘরে থাকার জায়গা করে দেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, পাষান্ড দুই সন্তান বৃদ্ধ অসহায় বাবাকে গোয়ালঘরে রেখে অমানবিক আচরণ করেছে। ওই বৃদ্ধাকে গোয়ালঘরে রাখার খবর পেয়েই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঠবাড়িয়া,গোয়ালঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close